নদীও সোহাগ মাগে
       শম্পা ঘোষ

   ক্লান্ত নদীর শান্ত বুকে
     ঝরতো যদি শ্রাবণ
সব ঋতুতেই ভরিয়ে দিতো
   উথলে উঠতো প্লাবন।

সব চাওয়াটা হয় না পাওয়া
      আবেগ মূর্ছারত
ভালোবাসার কাঙ্খিত সুখ
     হয় যে কেনো ধৃত?

আকাশ এখন হাসছে বসে
     শূন্য মনের খোঁজে
মেঘের মেলা হোক না খেলা
    আড়াল করার মাঝে।

দমকা বাতাস ঈর্ষা করে
    দাপিয়ে গড়ে ঝর
আঁধার রাতের তীব্রতাটা
     বাড়ছে ভয়ঙ্কর।

নদীর কোনো বাহানা নেই
     শুধুই বয়ে চলে
বালি,নুড়ির পড়ছে পলি
   জমছে কেবল তলে।

জ্যোৎস্নাভরা আলোর রাশি
     চিকন নদীর জল
সোহাগ মাখা জোয়ার ভানে
    হয় প্রবাহে প্রাঞ্জল।

আঁকাবাঁকা বওয়ার মাঝে
   পাড় ক্ষওয়া বিবরণ
শ্রাবণ কখন আসবে ফিরে
নদী তারেই করে স্মরণ।

      *********
          *****
              **
         "৭-৬-১৯"