নদীও সোহাগ মাগে
শম্পা ঘোষ
ক্লান্ত নদীর শান্ত বুকে
ঝরতো যদি শ্রাবণ
সব ঋতুতেই ভরিয়ে দিতো
উথলে উঠতো প্লাবন।
সব চাওয়াটা হয় না পাওয়া
আবেগ মূর্ছারত
ভালোবাসার কাঙ্খিত সুখ
হয় যে কেনো ধৃত?
আকাশ এখন হাসছে বসে
শূন্য মনের খোঁজে
মেঘের মেলা হোক না খেলা
আড়াল করার মাঝে।
দমকা বাতাস ঈর্ষা করে
দাপিয়ে গড়ে ঝর
আঁধার রাতের তীব্রতাটা
বাড়ছে ভয়ঙ্কর।
নদীর কোনো বাহানা নেই
শুধুই বয়ে চলে
বালি,নুড়ির পড়ছে পলি
জমছে কেবল তলে।
জ্যোৎস্নাভরা আলোর রাশি
চিকন নদীর জল
সোহাগ মাখা জোয়ার ভানে
হয় প্রবাহে প্রাঞ্জল।
আঁকাবাঁকা বওয়ার মাঝে
পাড় ক্ষওয়া বিবরণ
শ্রাবণ কখন আসবে ফিরে
নদী তারেই করে স্মরণ।
*********
*****
**
"৭-৬-১৯"
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল।
প্রিয় কবির কলমের ছোঁয়ায় হয়ে উঠেছে
হৃদয় ছোঁয়া অনন্য কাব্যসুধা।
খুব, খুবই ভালো লাগল,
অনেক-অনেক শুভ কামনা রইল।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
সাজানো। খুব ভালো লাগল। শুভকামনা
জানাই
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় জ্ঞানবান কবি।
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর কামনা করি।
জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয় প্রিয় কবি!
মুগ্ধ হয়ে পড়লাম।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
স্বপ্ন বিদ্যমান
শীতে তাহার হাঁটুজল থাকে
বর্ষায় ভাসমান।
জ্যোৎস্না রাতে চাঁদের সোহাগ
দুকুল দৃশ্যমান
খেয়া মাঝির বেহাগ সুরে
ভুলেছে অভিমান।
প্রিয় সম্মানিত কবিবোনকে জানাই, অন্তহীন শুভেচ্ছা।
কিন্তু আকাশ তো এখানে লন্ড ভন্ড।সব ছিন্ন করে দিয়ে যাচ্ছে
প্রকৃতির, জীবনবোধের, মধুর রূপক কাব্য প্রকাশ , মুগ্ধ ।
শুভরাত্রি , অশেষ অশেষ শুভেচ্ছা , প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে জানাই । ভাল থেক সদা ।
মনে পড়ে সখীর কথা
চিকন নদী বয়ে চলে
স্মৃতি বাড়ায় কাব্য কথা।
দারুণ সুন্দর আজকের কবিতাটি!!!!
মনে থাকবে অনেক দিন সখী।
ভালো থেকো আর লিখে চলো অবিরাম অন্তহীন।
অনেক অনেক ভালোবাসা রেখে গেলাম।