তোমাকেই খোঁজে
শম্পা ঘোষ
দু"চোখে তাকাও...
শুধু বালি চাপা রেখা,
হয়তো কোথাও তার বুকে-
খাবলে খাওয়া জমে থাকা কিছু জল...
প্রায় সবই শুকিয়ে গেছে,
এত তাপ সহ্য হবে কি করে?
বসে আছে অপেক্ষায়,
সে আসবে...সে আসবে...
শ্রাবণ তুমি কবে আসবে বলো
মুছে দেবে এই তাপ?
ভরে দেবে এই বুক,
এসো ঝরে পড়ো,
তোমার উন্মাদনা সইবো,
ভেঙ্গে দেবো এই বাঁধ,
উল্লাসে মেতে উঠবো দুজনে...
শুধু ভরিয়ে দাও,
ভরিয়ে দাও...
আমি যে ভিজতে চাই
তোমার দাপটে,
শুধু একবার নেমে এসে বলো
শান্ত হলো কি তোমার বুক?
**********
******
**
!
("৮-৮-২০")