গতকালটি
গত হবে
ইতিহাসের
পাতায় রবে
মনের খাতায়
রইলো স্মৃতি
অধ্যায়টা
করি ইতি।
নতুন প্রভাতের
শঙ্খধ্বনি
নববর্ষের
জয়ধ্বনি
জাগো জাগো
আনন্দেতে
মেতে উঠুক
মন খুশিতে।
নব প্রভাতে
নব শোভাতে
উঠবে ভোরের আলো
নব হাসিতে
নব আঁখিতে
মুছে দেবে সব কালো।
নব আঙিনায়
নব চেতনায়
খুলে দাও সব দ্বার
নব ভাবনায়
নব সূচনায়
শুরু হোক আবার।
***********
*******
***
*
আসরের প্রতিটি সদস্য কবি বন্ধুকে ও পাঠককে আমার শুভ নববর্ষের প্রাণঢালা সবুজ মনের সতেজ প্রীতি,শুভেচ্ছা ও ভালোবাসা দিলাম।