নিয়ন্ত্রণ
শম্পা ঘোষ
সুস্থ মনকে প্রসারিত করতে যদি না দাও
তবে পরিবর্তন আসবে কিভাবে?
পৃথিবীতে বাঁচার অধিকার সকলের আছে
নিঃশ্বাসও আজ নিয়ন্ত্রিত
ফুসফুসে বিষাক্ত হাওয়া
কালো নিকোটিন গ্রাস করে সর্বত্র
ঢোক গিলে কথা বলতে হয়
সিসি ক্যামেরা মাথার উপর।
***************
***********
********
*****