নিথর পাহাড় থমকে দাঁড়ায়
    বেদনা ব্যথায় চূড়
বুকের ভিতর জমানো আছে
    নেশা ধরা এক সুর।

সুরের আবেশে মাতোয়ারা মন
     কখন ভুলেছে ব্যথা
আজ থেকে তাই শুরু করে দিই
     নতুন জীবন গাঁথা।
                                                            
   নতুন ঊষার আবির্ভাবে
    পার হয়ে যায় দিন
মায়া জড়ানো পৃথিবীটা আজ
     চোখের কাছে ঋণ।

চোখের সামনে উড়ছে দেখি
    নানান রঙের স্বপ্ন
  দু একটা মুঠোয় ভরে
    করছি তাদের যত্ন।

  স্বপ্ন নিয়েই বেঁচেই আছি
    সত্যি হবার আশাই
  জীবন নদী বয়েই চলে
   মনের খেয়া ভাসাই।

মন যে বড় খামখেয়ালী
   যায় না তারে বোঝা
আজকে খারাপ কালকে ভালো
    নিত্য চলে খোঁজা।

খুঁজতে গিয়ে বেরিয়ে আসে
   আমার আমি কল্পনা
মনের আঙিনা যাচ্ছে ভরে
  আঁকছি কেবল আল্পনা।
  
*************
    *********
        *****