নেতা ডোবার কাহিনী
শম্পা ঘোষ
নাম উঠেছে দশের মাঝে
আর কিছু কি বলা সাজে?
খোলস তোমার বদলে যাবে
টোপ দিলে তাই আগে খাবে!
ফাৎনা দেখি জলে ভাসে
ঠোক্কর দেয় সাদা হাসে!
ঘোলা জলে কচুরি পানা
ভাবছো তুমি সবাই কানা!
ল্যাটা মাছে ডোবার দখল
রুইয়ের কদর বোঝে কি সকল?
চুলকে যাও জীবনভর
ক্ষমতা দেখাও কত জোর!
দু চারটে সরপুঁটি
ভয়ে তারাও গুটিশুটি!
চ্যাংগুলো তাই কাদা মাখে
দিব্যি মজায় আছে পাঁকে!
পাঁকাল ভেবে করছো কাজ
জগৎ কিনে করবে রাজ?
আবর্জনায় ভরছে ডোবার
শ্বাস বন্ধ হচ্ছে সবার!
শুকিয়ে গেছে ডোবার জল
পাঁকাল কি করবি বল?
নেতা ডোবার এই কাহিনী
শুনতে তোমরা আর চেয়ো নি!