নতুনকে করি আহ্বান
শম্পা ঘোষ
দেখতে দেখতে বারোটি মাস
কখন গেলো চলে
অতীত হয়ে দিনগুলো সব
কেনো গেলো ফেলে।
থাক না ওরা মনের ভিতর
এলোমেলো হয়ে
স্মৃতির ভাজে খুঁজবে যখন
আসবে ওরা ধেয়ে।
চারিদিকে শুনতে কি পাও
ওই গাজনের বোল
চৈত্র মাস শেষ হলো আজ
বাজাও জোরে ঢোল।
কালকে যখন উঠবে জেগে
দেখবে ভোরের আলো
নতুন বছর আনন্দেতে
কাটুক সবার ভালো।
ঘরে ঘরে সাজিয়ে তোলো
রাঙিয়ে তোলো মন
শঙ্খ বাজাও উলু দিয়ে
করো তারে আপন।
**********
********
*****
***
*
শুভ নববর্ষের শুভ আদর সম্ভাষণ
আসরের সকলের জন্য রইল আমার প্রীতি,শুভেচ্ছা ও খুশির আলিঙ্গন।