নারী রূপী দূর্গা সহায়
শম্পা ঘোষ
আমার দূর্গা পথে ঘাটে আজ
ঘুরছে নিজের মত
আমার দূর্গা অফিস কাছারীতে
কাজ করে দেখি যত।
পুরুষ শাসিত সমাজটা আজও
যাইনি এখনো মুছে
আমার দূর্গা সেই সমাজকে
বদলাতে চায় নিজে।
অন্ধকার এখনো আছে
পৃথিবীর কোণে কোণে
আমার দূর্গা জ্বালাবে আলো
মানুষের মনে মনে।
আমার দূর্গার হাসিটাকে ওগো
নিয়ো নাকো কেউ কেড়ে
আমার দূর্গা রান্না করে
ভাত দেবে তোমায় বেড়ে।
আমার দূর্গা অভাবের ঘরে
বেড়ে উঠে ধীরে ধীরে
আমার দূর্গা ধনীর দুলালী
প্রাচুর্য ঘিরে ঘিরে।
আমার দূর্গা দিন রাত জেগে
রোগীর সেবা করে
আমার দূর্গার মায়ের রূপটি
কখন বেরিয়ে পড়ে।
আমার দূর্গা পথের ধারে
পড়ে থাকা এক দেহ
আমার দূর্গার সোনার শরীরে
ছোবল বসালো কেহ।
আমার দূর্গা কাঁদতে জানে
হাসাতে জানে তোমায়
আমার দূর্গা প্রতিবাদ করে
আঘাত কোরো না আমায়।
আমার দূর্গার বস্ত্রটাকে
করছো কেন হরণ
আমার দূর্গা দ্রৌপদীর বেশে
হয় যে অবতরণ।
আমার দূর্গার পাতাল প্রবেশ
কখনো হয় পাষাণ
আমার দূর্গা স্বামীকে বাঁচাতে
নদীতে ভেলা ভাসান।
আমার দূর্গা ধ্বংস করে না
আমার দূর্গা গড়ে
তবে কেন আমার দূর্গা
অন্যায় ভাবে মরে।
আমার দূর্গা স্বাধীন দেশে
এখনো হয়নি স্বাধীন
লালসা থেকে মুক্তি পাবে
আসবে কবে সুদিন?
***********
*********
*******
****