নারী ছাড়া জীবন অচল
    শম্পা ঘোষ

  পিলসুজে প্রদীপটা যেমন শোভা পায়
               আলো দেয়
       ঠিক তেমনই হচ্ছে নারী,  
     ওকে নিভে যেতে দিও না।

পানের ডিবায় ভরে থাকা,সাজিয়ে রাখা
     এক খিলি পান আর তার স্বাদ
            ঠিক যেন নারী,
    ওকে চিবিয়ে ফেলে দিও না।

      তুলসী মন্দিরে লাগানো
           তুলসী গাছটা
    ভাবো না ওটাও একটা নারী,
    ওকে শুকিয়ে যেতে দিও না।

       লাল পাড় সাদা শাড়ি
     মমতামাখা মায়ের আঁচল
         ওটাও যে নারী,
তাকে চোখের জলে ভাসতে দিও না।

       *************
         **********
           ********
              *****
                 ঁঁঁ
নারী দিবস উপলক্ষে গোটা বিশ্বের নারীকে জানাই সশ্রদ্ধ সন্মান।