নাচে অভাগীর মন
শম্পা ঘোষ
এক পিরিতি প্রেমের নিনাদ
বন্ধ ঘরে কয়
ভালোবাসার আবীর মেখে
করবো বিশ্বজয়।
দূর অভাগী দেখিস না তুই
ঘুন ধরা সব চিত্র
চোখ বুজে তাই বলেই ফেলিস
সবাই আমার মিত্র।
সংযত নয় ভানের ঘড়া
ছলকে ওঠে জল
পান করে যাস পাস না খুঁজে
তেষ্টা মেটার ফল?
জোর করে কি যায় রে পাওয়া
মনের অভিলাষ
ধুপ পুড়িয়ে গন্ধ বিলাস
যতই ভালোবাস।
জাদুকরী ভাবনা ঘিরে
ফুঁ দেওয়া সব মন্ত্র
আসলে কি পারিস রে তুই
মৃতকে করতে জ্যান্ত।
ছন ছন ছন শব্দ তোলে
কোন মায়াবী চর
আড়াল থেকে চিমটি দিয়ে
তোর মনে করবে ভর।
মাথা ঘুরিয়ে বুলির বাহার
ছিটকাস দিন রোজ
সিদ্ধি করে যোগিনী বেশে
বলিস, প্রেমই আসল খোঁজ।
ভাব গভীরে বাসনার ভার
মুক্ত করে না দ্বার
চাবী এখন হারিয়ে ফেলিস
কোথায় যাবি আর?
শব্দ কুঞ্জে সাজাস বাসর
গড়িস বৃন্দাবন
প্রেমের মালা গলায় পড়ে
আজ নাচে অভাগীর মন।
***********
*****
"১০-১১-২২"