মুঠো ফোনে বন্দী জীবন
শম্পা ঘোষ
আয়নাকে করেনি বিশ্বাস
তাই দেখেছে নিজেকে
কই,এমন রূপের মহিমা
কেউ করেনি তো আগে প্রচার...
স্টুডিওতে তুলেছে ফটো
অথবা বড় ক্যামেরায়...
সেইগুলো কিছু বাঁধানো ফ্রেমে বন্দী
অথবা রয়েছে কিছু অ্যালবামের খাপে,
হাত লেগে লেগে হয়ে গেছে হলুদ,
কিছু নেগেটিভ রয়েছে জমা
স্টুডিওর খামে,
ভরে গেছে স্মৃতির পাহাড়...
সে তো হয়ে গেছে বহুদিন...
পাল্টে গেছে সব
অত্যাধুনিকের ছোঁয়ায় দুনিয়ার দরবার ...
হাতে হাতে দামী সেল ফোন
তোলা ফটো
ছড়িয়ে দাও নিজেকে
এই তো সুযোগ,নিজেকে দেখার...
মত্ততা আর উন্মত্ততায় মেতে
উঠেছে চারিদিকে...
কে কাকে দেখে!
শুধু চায় লাইক আর লাইক
কি যে আত্মতৃপ্তি
বলে বোঝানো ভার...
সেকেন্ডের আগে তোলা ফটো
হয়ে গেছে পুরোনো দেখার
ওরা ব্যস্ত আবার
তাই হাতের ফোন বড় দরকার
নয় গো পরিবার।
******************
**************
***********
********
*****
**
*