মন্থরা জপে রাম নাম
শম্পা ঘোষ
ঠোকরানো স্বভাব যার
সে করবে সমাধান
হঠাৎ ঘটির জল উল্টে বলে
আমি অপরাধী নই
ওরা ভুল করে দিচ্ছে বিধান।
আতরের সুগন্ধে জ্বালা ধরায়
যার বুকে
সেই যে মন্থরা
সে যে বড় কুৎসিত
হিংসার আগুন ছড়ায় চারিদিকে।
আজও নয় ভবিষ্যতেও নয়
বিশ্বাস তো ইতিহাসে
বারবার নজির রেখেও
কেনো যে ভুল করে
মেতে উঠে পরিহাসে।
কৈকেয়ীকে করেছিলো বশীভূত
সহজ নিয়মে
অভিনয় কোরো না,ভানও কোরো না
সত্য থাকবে না চাপা
প্রমাণ পাবে সময়ে।
সময় তো যাচ্ছে চলে
আর কটা দিন
অন্ধ চোখ, দেখে না কিছু,শোনে না কিছু
মনের আত্মতৃপ্তিতে
নেচে চলে তা-ধিন তা-ধিন।
কাসুন্দি ঘেঁটেই চলে
এর নেই কোনো বিরাম
ভাবি মন্থরা ছিলো বলে
সৃষ্টি হয়েছে রামায়ণ
মহান হয়েছে রাম।
************
*********
******
****
**
*