মনকে নিয়ে আর পারি না
     শম্পা ঘোষ

স্মৃতির বুকে আঁচড় কাটি
ভাবনারা থাক পরিপাটি।
              আজ কেনো সব আসছে মনে
              মন পেতে চায় হারানো ক্ষণে।
আজ তবুও কয় না কথা
আজকে নিয়ে নেইকো ব্যথা।
                    দুদিন পরে পুরানো হবে
                    স্মৃতির বুকে তাজা রবে।
মনকে বলি করিস কি তুই
এফোঁড়-ওফোঁড় করছিস ভুঁই।
                  সোজা পথে চল না এবার
                 সামনে আছে কি দেখবার।
তবুও মন নেয় না ঝুকি
পিছন পানে দেয় যে কুকি।
                     এটাই তার বদ অভ্যেস
                  বকলে পরে যাবে ও শেষ।
মন আকাশে উড়াই ঘুড়ি
কাকে ছেড়ে কাকে ধরি।
                       ভোকাট্টার দারুণ মজা
                      মনের জন্য বড্ড সাজা।
উড়ছে তাই আকাশ তলে
চিনবে পাখি মিশবে দলে।
                  কালকে নিয়ে বড্ড ফ্যাসাদ
                  মন বাতাসে চাই না বিষাদ।
গত,আগামী খাচ্ছে বিষম
আজকেরটা হোক না সুষম।
                     সেই খাবারে বসে না মন
                    হেঁচকি থামাতে চলে এখন।
আবার দেখি পালিয়ে বাঁচে
স্মৃতি নিয়ে বড্ড নাচে।
                        ওরে মন কোথায় গেলি
                        কি খুঁজে আজকে পেলি।
বলছি তোমায় মনে মনে
ঘুরে এলাম ভুবন বনে।
                           কি হাল হয়েছে তার
                      আঁতকে উঠে করি চিৎকার।
থাক নারে তুই ঘরে ভরা
আজ দুজনে গড়বো ছড়া।
                         ঘরের মধ্যে ছিটকি আঁটি
                          খেলছি আমরা কাটাকুটি।
  মন ভোলানোর দ্রব্য খুঁজি
তাইতো কবিতা লিখছি রোজি।
                            মন রে তুই ভালো থাক
                            আজ আমারে ব্যস্ত রাখ।
যেই না বলা ওমনি মন
খুঁজতে গেছে কাকে এখন।

                   ****************
                       ************
                            *******
                                ***
                                  !