মনের ঋতু জেগে উঠুক
শম্পা ঘোষ
আমার ঘুম জড়ানো ইচ্ছেগুলো
খুলতে চায় না চোখ
আবেশ মাখা স্বপ্নটাকে
বলি এবার রোখ।
দুষ্টু বাতাস ধাক্কা দিয়ে
বলছে এবার জাগ
ইচ্ছেগুলো যায় হারিয়ে
তাই তো হলো রাগ।
নরম-নরম,গরম-গরম
ভাবনা এসে জোটে
বলতে চাই অনেক কিছু
যা জমে গেছে ঠোঁটে।
অস্ফূট সব কথার ভাঁজে
হয় তো তুমিও লুকিয়ে আছো
জানলে পরে আনন্দেতে
একটু না হয় নাচো।
জীবন মেলায় তাবুর ভিতর
দোকান খুলে বসি
লেনদেনের হিসাবটা তাই
হালকা ভাবে কষি।
লাভ-লোকসান কৌটো ভরে
করে খটাখটি
দুটোই আবার হাত মিলিয়ে
বাঁধে কখন জুটি।
কোন সে আশা ডুব দিয়ে আজ
পূর্ণ করি ঘট
শান্তি জল দিই ছিটিয়ে
গড়ি মনের আনন্দ মঠ।
ইচ্ছে,আশা,স্বপ্ন,সুখে
ফুলের বাগান ভরে
একটা যখন ধরতে চাই
অন্যটা ঝরে পড়ে।
এরাই যে মনের ঋতু
সতেজ করে মন
সুস্থভাবে থাকলে ভরা
ভরিয়ে দেবে জীবন।
***************
**********
******
**
!