মনের মেঘ গেল উড়ে
ক্ষয়ে যাওয়া মন যেখানে
পায় না কোনো সাথী
কান্না ভেজা ভালোবাসা
কাটায় শূন্য রাতি।
ভরা আকাশের বুকে
মেঘের কোলে জল
মায়ার টানে ভিজে ওঠে
পৃথিবীর রুক্ষতার দল।
ঘুমিয়ে থাকা জীবনটাকে
জাগানো বড় বৃথা
আছে পৃথিবীর বুকে
না জানা কত কথা।
ছলনার সাথে খেলা করে
ভেসে যাওয়া মেঘ
খেয়ালের বশে ঝরে পড়ে
বৃষ্টি মাখানো আবেগ।
ছিনিয়ে নেওয়া সময়টারে
ব্যর্থ হয়ে খুঁজি
বেরিয়ে আসে নিরাশা মন
স্বপ্ন ভাঙ্গার বাজি।
স্মৃতির মুঠোয় বন্দী থাকে
গুমরে ওঠা বাতাস
ঝড়ের স্পর্শে মুক্তি পায়
হাসি ঝলমলে আকাশ।
***************
*********
****