মনের হয়েছে যত জ্বালা
       শম্পা ঘোষ

      একটা ছোট্ট জিনিস
    ভেঙ্গে গেলে কত কষ্ট হয়
      সেই কষ্টটা মনেতে
          জায়গা পায়...

     আর...মন ভেঙ্গে গেলে
         কোথায় যাবে?
                                                          
       ছোটো ছোটো কষ্টরা
   আগে থেকেই ছড়িয়ে ছিটিয়ে
            বসে আছে...
          
   ঠিক যেন ব্লাড সেলের মত
      লোডের পর লোড
   বলে কিনা নো ভেকেন্সি...

    নে মন তুই এবার কাঁদ
    একটু জায়গার আশায়।

     **********
        *******
            ***
              *