মনার মত শেখ
শম্পা ঘোষ
গভীরতা মাপতে গিয়ে
ঝাঁপ দিলো যেই জলে
বোঝেনি সে এত গভীর
পা পায় না তলে।
বুঝে ফেলা মানে নাকি
একে ওকে চেনা
সেই না ভেবে ভাব সমুদ্রে
ডুব দিয়েছে মনা।
কি গো মনা বলি তোমায়
কি পেলে গো খুঁজে
বোকার মত ঝাঁপ দিলে তাই
না কিছু সব বুঝে।
চমক দেখাতে গিয়ে যে ভাই
খাচ্ছো এখন খাবি
মন খোঁজা কি এতই সহজ
যেখানে দেওয়া আছে চাবি।
কচু পাতার টলমলে জল
দেখতে ভালোই লাগে
ক ফোঁটাতেই সামলানো দায়
জমলে পড়ে ভাগে।
মনা এখন বলছে হেঁকে
ওরে আমায় বাঁচা
মানছি আমি করছি স্বীকার
ভাবনা আমার কাঁচা।
ডাঙায় উঠে আবার দেখি
আগের মতই ভাব
গলা ভেজাতে এখন খোঁজে
কচি কচি ডাব।
এবার বলি মনা ভায়া
তুমি তোমার কর্ম করো
আর পারবো না বাঁচাতে তোমায়
এবার তুমি মরো।
মনা এখন সুইমিং পুলে
দিচ্ছে জোরে সাঁতার
স্বাদ জেগেছে ব্যবসা করবে
যাবে নাকি কাতার?
শখ যে তার বহুদিনের
যদি হয় গো পূর্ণ
শেখ বাবুদের দেশে গিয়ে
জীবন করবে ধন্য।
টাকার ভিতর দেবে সাঁতার
ধরবে না কেউ খুঁত
ঠান্ডা জলে উঠলো জেগে
পালালো স্বপ্নের ভূত।
মনা এবার উঠলো রেগে
কে দিলোরে জল
আমার স্বপ্ন ভেঙ্গে দিয়ে
তুই কি পাবি বল?
***********************
******************
************
******
!!!