মন নিয়ে
শম্পা ঘোষ
ভাবনা যখন ভাবিয়ে তোলে
মন বিহনে অস্থিরতা
তোমার বুকে মাথা রেখে
খুঁজে নেবো সেই ধীরতা।
প্রেরণার আতর মেখে
এগিয়ে যাবো হাতটি ধরে
ভালোবাসি এই কথাটি
বলবো আমি জোরে জোরে।
ধীরে ধীরে বসবো দুজন
সাগর জলে পা ডুবিয়ে
ঢেউয়ের নৃত্যে ভাসিয়ে নেবো
তোমার আমার মন চুবিয়ে।
বালুর তটে জমবে এসে
ধাক্কা লাগা উদাস ফেনা
দুটি মনের গল্প একই
পেতাম যদি ইচ্ছে ডানা।
গাংচিলেরা মাথার উপর
উড়ছে দেখি স্বাধীনভাবে
তুমি,আমি স্বপ্নে বিভোর
মুক্ত খোঁজার অনুভবে।
সুপ্ত মনের গুপ্ত কথা
ভিজা বালির আঁচড় কাটে
হঠাৎ করে মুছে গেলো
ঝাপটা আসা ঢেউয়ের ছাটে।
আঁচল পেতে কুড়িয়ে নিলাম
ঝিনুক ঝিনুক স্পর্শগুলো।
বললে তুমি চলো এবার
কখন যেনো সন্ধ্যা হলো।
চমকে ওঠা ভাবনার কূলে
বসে আছি আমিই একা
এইভাবেই দাগ কেটে যায়
মনের মাঝে ভাবের রেখা।
গলা ছেড়ে গাইতে থাকি
চলে যেতে যেতে দিন বলে যায়
সে যে আমার প্রাণের পুরুষ
কাছে এসে পাশে দাঁড়ায়।
নীল জোছনায় ভরিয়ে তোলে
উথলে ওঠা খুশির জোয়ার
রাত পেড়িয়ে আসবে যে ভোর
দেখবো নতুন আলোর বাহার।
********
****
*
"৪-৪-২৩"