মন মাঝে (১)রুবাই
শম্পা ঘোষ
ওগো কারে তুমি খুঁজছো রোজই,আসে পাশে অন্ধকারে,
বলো,কেমন তর দেখতে সে যে,খুঁজেই দেবো তোমার তরে!
জ্বালাও এবার তোমার মনে,আসে যদি একটু আলো,
তাকে তুমি পাবেই পাবে,আসবে তোমার ছোট্ট ঘরে।
মন মাঝে(২)রুবাই
কবির জন্য একটি গোলাপ,রেখে গেলাম খাতার ভিতর,
গন্ধ শুকবে মনে মনে,ছড়াবে যখন শুকনো আতর!
ভালোবাসার উপহারে,রইল আমার হাতের ছোঁয়া,
কলম তোমার লিখবে কথা,হবে যখন বড্ড কাতর।
মন মাঝে (৩)রুবাই
বিষয় বস্তু চাই না কিছুই,শুধু মনের ভিতর মনটা রাখো,
এইভাবেই আসে যখন,মনে মনে বাঁধবে সাঁকো!
ভালোবাসা এমনতর,চায় যে শুধুই মনেরই খোঁজ,
পেলে পরে অমূল্য ধন,যত্ন করে সামলে রেখো।
**********
*****
"৫-৫-২১"