মন কি বলে
শম্পা ঘোষ
শারীরিক সম্পর্কই কি সব?
আরে মন বলে তো
কিছু আছে...
প্রত্যেক সম্পর্কের
আলাদা আলাদা ঘরানাতে
উপলব্ধি করতে হয়
তাদের ভালোবাসাগুলোও ভিন্ন
মানুষ কেনো গুলিয়ে ফেলে?
প্রত্যেকটি শিরা যেমন
নিয়ম মেনে বয়ে নিয়ে
যায় রক্ত...
সম্পর্কগুলো ধরুণ না
অনেকটা ঐ রকম
আপনার বেঁচে থাকার
সুস্থ ড্রেন।
*********
******
****
**
*