মলাটে মাতব্বরি
শম্পা ঘোষ
এসো তবে বলি
দুটি কথা তুলি
তোমরা তো কবি?
আঁকো কত ছবি।
!!!!
দেখার ভিতর আছে কত দেখা
তোমাদের কাছে হয় ওগো শেখা
তবে কেনো আজ চোখ বুজে রও
দুর্নীতি দেখেও কথা নাহি কও।
লাভ-ক্ষতি কষো কিনা কষো
কাকে ভালো বাসো কিনা বাসো
প্রশ্ন করি একটাই তবে
সত্য দেখে বলবে আর কবে?
অভাগার কথা লেখো যে কলমে
তাদের ব্যথা মেটে না মলমে
সব জেনেও তবু থাকো কেনো চুপ?
বেরিয়ে গেছে আসল যে রূপ।
দলাদলি ভাগ তোমাদের না সাজে
তোমরা লাগবে সমাজের কাজে
কেনো আজ তবে উলট পুরাণ?
স্বার্থ নিয়ে হাতটি বাড়ান।
বইয়ের মলাটে কি মাতব্বরি?
চমকে ওঠে সময়ের ঘড়ি
শুকনো পাতায় কান্না শুসে
তুমি বসো আজ মন্ত্রীর পাশে?
গলায় তোমার নেই কোনো তেজ
ধরে ফেলেছো অন্যের লেজ
মঞ্চে উঠে এ কেমন ভাষণ?
অন্যায় জেনেও করছো যে পোষণ।
সমালোচনা মানায় না মুখে
সব কিছু জেনে আছো দেখি সুখে
বইয়ের তাকেতে বইগুলো তবে,
আগে যা লিখেছিলে মিথ্যা কি হবে?
সময়ের চাপে সময়ের ভাপে
কবির কলম লুকাইছে খাঁপে
তকমা গলায় কি বাড়াবাড়ি?
আদর্শ গেছে ঘুমের বাড়ি।
********
****
*
"১০-৭-২২"