মলাটে মাতব্বরি
শম্পা ঘোষ
এসো তবে বলি
দুটি কথা তুলি
তোমরা তো কবি?
আঁকো কত ছবি।
!!!!
দেখার ভিতর আছে কত দেখা
তোমাদের কাছে হয় ওগো শেখা
তবে কেনো আজ চোখ বুজে রও
দুর্নীতি দেখেও কথা নাহি কও।
লাভ-ক্ষতি কষো কিনা কষো
কাকে ভালো বাসো কিনা বাসো
প্রশ্ন করি একটাই তবে
সত্য দেখে বলবে আর কবে?
অভাগার কথা লেখো যে কলমে
তাদের ব্যথা মেটে না মলমে
সব জেনেও তবু থাকো কেনো চুপ?
বেরিয়ে গেছে আসল যে রূপ।
দলাদলি ভাগ তোমাদের না সাজে
তোমরা লাগবে সমাজের কাজে
কেনো আজ তবে উলট পুরাণ?
স্বার্থ নিয়ে হাতটি বাড়ান।
বইয়ের মলাটে কি মাতব্বরি?
চমকে ওঠে সময়ের ঘড়ি
শুকনো পাতায় কান্না শুসে
তুমি বসো আজ মন্ত্রীর পাশে?
গলায় তোমার নেই কোনো তেজ
ধরে ফেলেছো অন্যের লেজ
মঞ্চে উঠে এ কেমন ভাষণ?
অন্যায় জেনেও করছো যে পোষণ।
সমালোচনা মানায় না মুখে
সব কিছু জেনে আছো দেখি সুখে
বইয়ের তাকেতে বইগুলো তবে,
আগে যা লিখেছিলে মিথ্যা কি হবে?
সময়ের চাপে সময়ের ভাপে
কবির কলম লুকাইছে খাঁপে
তকমা গলায় কি বাড়াবাড়ি?
আদর্শ গেছে ঘুমের বাড়ি।
********
****
*
"১০-৭-২২"
দারুণ দারুণ বাস্তব এবং অতি সত্য সুন্দর কথা গুলো!!!
লিখে চলো অবিরাম আর ভালো থেকো সব সময়। ৩৭৫ তম কবিতার হৃদয় ভরা অভিনন্দন জানিয়ে গেলাম ভালোবাসার সাথে। শুভ রাত্রি।
কবিরা কলির কৃষ্ণ !!
কৃষ্ণ বলেছেন, 'আমি যা করি তোমরা করো না' !
অপূর্ব ! রূপকে , লেখক, কবির জীবনাচার , সুন্দর ভাবধারায় ছন্দশৈলীতে কাব্য প্রকাশ ,মুগ্ধ ।
শুভবৈকাল , প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে অশেষ শুভেচ্ছা, শুভকামনা জানাই , ভাল থেক সদা ।
বারারারি > বাড়াবাড়ি ।
তাই এহেন অবস্থা প্রিয় কবি!
সময়ের সাবলিল উচ্চারণ!
মুগ্ধতা সহ শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।
অভিনন্দন!
সময়ের চাপে সময়ের ভাপে/কবির কলম লুকাইছে খাঁপে"- বর্তমান কবিদের মননশীলতার ধার, সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে প্রজ্ঞাবান কবির পর্যবেক্ষণ ও উপলব্ধির অপূর্ব সুন্দর একটি কবিতা।
কার হাতে ক্ষমতা, কে করে মাতব্বরী
সেটা বড় কথা নয়, অন্যায়ের বিরুদ্ধে
কলম চলবে তলোয়ারের মত নিরন্তর।
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
অফুরান্ত শুভেচ্ছা ও ভালবাসা রইল।
শুভেচ্ছা জানবেন ,প্রিয় কবি।
সুন্দর কাব্যে আন্তরিক শুভেচ্ছা জানাই ! ভালো থাকুন সবসময় !
শুভ রাত্রি হে গুণী জন।