মজে মন(১)রুবাই
শম্পা ঘোষ
তুমি আসবে বলে,আমার এই চেয়ে থাকা
শূন্য ঘরে মন বসে না,বড্ড লাগে ফাঁকা ফাঁকা!
অপেক্ষা আর আগ্রহে,বসে বসে ভাবছি শুধু,
মুহূর্তটা আসবে কবে,তোমার সাথে হবে দেখা।
মজে মন(২)রুবাই
তালতলার ওই পুকুর পাড়ে,গরমকালে ঘুরতে যেতাম,
তুমি তখন আসতে সেথায়,তোমায় আমি দেখতে পেতাম!
লজ্জা হতো হঠাৎ করে,কি যেনো এক পাবার লোভে,
চোখের উপর চোখ পড়লে,ভয়ে ভয়ে নামিয়ে নিতাম।
মজে মন(৩)রুবাই
এখন আমি বলবো কথা, চুপটি করে শোনো যদি,
চলো তবে ঘুরতে যাবো,ওই দেখা যায় অজয় নদী!
বাড়ির লোকে দিচ্ছে যে চাপ,ছেলে দেখছে যখন তখন,
আর পারিনা থাকতে একা,কবে আমায় করবে শাদি।
**************
*******
"৫-৫-২১"