কীটপতঙ্গরা করবে সভা
     আলোচনায় রয় ব্যস্ত
চাই জাঁকজমক আর দারুন মজা
  সবাইকে থাকতে হবে সুস্থ।

  প্রজাপতিরা পাখনা মেলে
  জানায় তাদের অভিব্যক্তি
    অনুষ্ঠানে নাচবে বলে
   মনে আসে ভীষণ ফূর্তি।

  ফড়িংরা এসে দিলো বাঁধা
  নাচটা আছে তাদের রক্তে
তিড়িং বিড়িং লাফিয়ে বেড়ায়
  সবাই পাবে তা দেখতে।

  মৌমাছিরা বললো হেঁকে
     করবে তারা গান
জমাবে আসর হবে বিভোর
    রাখবে তাদের মান।

ভোমরারা তখন উঠলো ক্ষেপে
   পারবোনা এটা মানতে
  গানে আছে তাদের দখল
   জানে কিভাবে গাইতে।

পিঁপড়েরা উঠে দেয় যে বকা
  এ কেমন ধারা শৃঙ্খলা
  অনুষ্ঠানটি করতে সফল
   চাই সকলের ঐকতা।

কাঠপিঁপড়েদের রুক্ষ মেজাজ
   শোনেনা কারোর কথা
রাগলে পরে দেয় যে কামড়
    বুঝবে কেমন ব্যথা।

শুঁয়োপোকারা হবে শ্রোতা
   ঝুলবে গাছের ডালে
হোকনা জীবন যতই ছোটো
তবে মজা করবে প্রাণ খুলে।

   মশারা হাঁকে তারস্বরে
অনুষ্ঠানে, তাদের কোথায় স্থান?
এবার আমরা নাটক করবো
না দেখে কোরোনা কেউ প্রস্থান।

   মাছির দল ভনভনিয়ে
     বাঁধালো হট্টগোল
নাটক তাদের ঠিক করা আছে
নামটি যে তার গোড়ায় গন্ডগোল।

  মাকড়সারা লাফিয়ে ওঠে
    জানায় তাদের উক্তি
  শান্তভাবে সবাই শোনো
  সভাপতি কি দেবে যুক্তি।

  আরশোলা তখন ফড়ফড়িয়ে
   বলে, আমি দলের নেতা
   মতবিরোধ থামাও এবার
সবাইকে শুনতে হবে আমার কথা।
    ***********
         ****
            *
আমার এই কবিতাটি  স্থানীয় "সমাজ সংবাদ" পত্রিকাতে
পূর্বে প্রকাশিত হয়েছিল।