মহা ভারত
শম্পা ঘোষ

    কথা দিয়ে বাজায় ঢাক
   কথার মাঝেই আছে ফাঁক
  ভালো কথাতে সিটকায় নাক
   আসল কথা তোলাই থাক...
  চোরের আবার দোষ কি বলো
    বসে সে খায় গন্ধ মূলো
  চোখে সবার দেয় যে ধুলো
   কানে লাগায় মস্ত তুলো...
    জনগণের চোখ খুলুক
    সুস্থ বাঁচার ঝড় তুলুক
সাহসীকতার আলো জ্বলুক
   সত্য কথা খুলে বলুক...
    গণতন্ত্র আজ অবহেলা
  লেগে গেছে ভোটের মেলা
  ভোটাররা খাবে কাঁচকলা
  মন্ত্রির গলায় ফুলের মালা....
ডেমোক্রেসি আজ তাদের মুঠোয়
  ভোটের পর সবই লুটোয়
আসন ক্ষমতা আছে দুটোয়
পিঁপড়ের মত চামচা জুটোয়...
  পিট চাপড়ে দিচ্ছে ভাষণ
  দুর্যোধন কিংবা দুঃশাসন
  আজ,আগামীর সম্ভাষণ
জোর কদমে চলছে শোষণ...
   চোখ থেকেও চোখ অন্ধ
   কান থেকেও কান বন্ধ
      মনের ভিতর দ্বন্দ্ব
  নেইকো কোনো আনন্দ...
     আজকের ভাবনা
     এর বেশি ভাবিনা
   বিপদে পড়েছে কৃষ্ণা
ওগো হরি দেখা দাওনা।

    ***********
      *********
         ******
             **