মদনের যৌবন বৃথাই গেলো
শম্পা ঘোষ
বালতি খোঁজে মদন এখন
নেভাতে হবে আগুন
তার পরাণে জ্বালা ধরায়
যৌবনেরই ফাগুন।
ফাগুন এসে চুপটি করে
ঘর বেঁধেছে বুকে
প্রেম যে করে দাউ দাউ দাউ
ভয় করে না ফুঁকে।
ফুঁকে দিয়ে বলছে হেঁকে
কে ঢালবে জল
শান্ত হবে বুকের জ্বালা
পেয়ে যাবে ফল।
ফলের আশায় মদন বসে
নিত্য পোড়ায় মন
কেনো তুমি লুকিয়ে আছো
দেখা দাও না এখন?
এখন মদন রাস্তা দিয়ে
পারে না আর চলতে
সবাই তাকে নাম দিয়েছে
আগুনে পোড়া সলতে।
সলতে হয়েই রইল পড়ে
প্রদীপ ছাড়াই জীবন
তেল না পেয়ে কাটে তার
শুকনো শুকনো মন।
****************
**********
*****
!
("৬-১৮-১৮")