মিঠা পানের নিমন্ত্রণ
শম্পা ঘোষ
হাই হাই শব্দের সাহারা
লেখা যেন ডাল বড়া,
মুচমুচে করতে
তেলে হবে ভাজতে,
কোথা পাবো এত তেল?
ভাবনার শুধু খেল,
ভাগ করে খাবো আজ
ভুলে যাও সব কাজ,
খেয়ে কে বললো
কার ভাজা আরো ভালো?
প্রশংসার ভুয়ো তাপ
নিই নাকো কোনো চাপ,
চা দিই কাপে কাপে
টান দিয়ে স্বাদ মাপে,
কে যেনো বলে ওঠে
কোন চা লেগে ঠোঁটে?
আজো তারে ভোলে নাই
স্মৃতি এসে স্থির ঠাঁই,
বলি এবার শুনে যান
ব্যবহারই বড় প্রমাণ,
খুশি আসে মন থেকে
সেটাই যে গেছে বেঁকে,
সংশোধন আর হবে না
চোখ থেকেও যে কানা,
ঘোট বাঁধায় বসে বসে
ফাউ জোটে সংশ্লেষে,
উনুনটা নিভে যায়
পড়ে আছে শুধু ছাই,
লেখাটার দাম দিন
কেউ নয় কারোর ঋণ,
মুখ খুলে বলে যান
খেয়ে যান মিঠা পান।
******
**
!
"৮-১-২৩"