মিতার খোঁজে
শম্পা ঘোষ
আবেগের মনোবলে কাকে যেনো চেনা
সবকিছুর পরেও হয় নাকো জানা
মানহীন ভালোবাসা হয় না যে গোনা
স্বপ্নতে বিছিয়ে রাখে সুতো দিয়ে বোনা।
ছলছল চোখে কয় কথা অবিরত
নিজের গভীরে খোঁজে চেতনায় নত
কত কিছু করার ছিলো হয়েছে গত
আজটাকে দেখে যাবে করবে সে ধৃত।
শব্দরা লুকিয়ে থাকে বলে নাতো কথা
ঝোলা নিয়ে ব্যস্ত শুধু জড়ো করে ব্যথা
আঁচড়ের দাগে তাই ভরে ওঠে পাতা
নীরবে লুকিয়ে কাঁদে কত পরিণীতা।
জীবন তো দেখেছিলো সতী ওই সীতা
কেনো সেও পাইনি তার আসল মিতা?
****************
*********
!!!!!!
"৪-৮-২১"
সারাজীবন রইবে সাথে সাথে !"
চমৎকার প্রেক্ষাপট ! প্রিয় কবিকে অশেষ শুভেচ্ছা জানাই ! ভালো থাকুন !
সখী ভাবনা কিসের যাতনা কিসের
সাথে কাব্য কবিতা কথা।
সকালের সূর্য রাতের চাঁদ আছেই
সেও থাকবে বর্ষা বসন্তে ভুলিয়ে দিতে ব্যথা
ভালো থাকবেন। রক্তিম শুভেচ্ছা।
মনের সাথে মন মিলবে যার, অভিন্ন হৃদয়
প্রকৃত সুখে হবে সুখী, দুঃখে দুখী !!
খুব সুন্দর লিখেছো প্রিয় কবি। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
অন্তরষ্পর্শী কাব্যিকতা!
অনন্য সুধা সুর!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত প্রিয় কবি।
শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি
সদা ভালো থাকুন প্রার্থনা।
আমার কিন্তু আসল বা খাঁটি মিতা দুজন আছে।তারা একজন আমার স্বামী আর একমাত্র কন্যা সন্তান।যাদের কাছে জীবনের সব ব্যথা বেদনা আনন্দ উৎসর্গ করে আমি সানন্দে গৃহ কে বৃন্দাবন করেছি।
খুব খুব ভালো লিখেছ প্রিয় সখী!!!!
লিখে চলো অবিরাম অন্তহীন আর ভালো থেকো সব সময় সবাই কে সাথে নিয়ে।
অন্তহীন ভালোবাসা রেখে গেলাম।
শুভ যামিনী (আমার)
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
সুন্দর ছন্দকাব্য ,মুগ্ধ ।
শুভসন্ধ্যা , অশেষ শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
দারুন এক মনোমুগ্ধকর কাব্যিকতা।
খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
শুভেচ্ছা জানবেন ,প্রিয় কবি।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা নিরন্তর।