মায়ময় জীবন (লিমেরিক গুচ্ছ)
শম্পা ঘোষ
(এক)
মায়ার জালে জড়িয়ে আছে জীবন
খুঁজেই চলে কোথায় পাবে আপন
স্বপন দেখে দিনরাত্রি
ভরছে খুশি মন যাত্রি
দয়াল বলে ওসব যে ক্ষণিকের দেখন।
(দুই)
সময় থাকতে করো এবার বিচার
নিজের ভুলের নানা রকম প্রকার
তবেই তুমি বাঁচবে ভালো
দেখবে তুমি শত আলো
সুখ আনন্দ নেবে কত আকার।
(তিন)
সুখ-দুঃখ দুই প্রতিবেশী থাকে দুই দিকে
একটা ধরলে অন্যটা ছেঁড়ে কখন শিকে
মনের গাঁজায় দম
একটু বেশি কম
দুঃখ ছেড়ে সুখ আসলে হাসি থাকবে সদাই মুখে।
(চার)
মানবতার বুক চিরে উঠে আসুক শুভ্র আলো
সত্য নিষ্টা ঘোচাতে পারে সেই কুৎসিত কালো
তবেই আসবে শান্তি
ঘুচবে তখন ক্লান্তি
পাবে মানব দরবারে সুবিচার লাগবে ভীষণ ভালো।
*****************
************
********
****
!!!
!