মাভৈঃ মাভৈঃ
শম্পা ঘোষ

আমার হাতের হাতিয়ারটা
    এক জীবন্ত স্বাক্ষর
    আমার এই কলমটা
     দাগ কাটে অক্ষর,
আমার মগজের ভাবনারা
    ভাবায় যে দিন দিন
আমার ভিতরে জেগে উঠে
       স্বতন্ত্রতার জীন,
আমার আমি তে আনন্দের
         বহে ধারা
আমার আমি তো সত্যকে
        করে খাড়া,
আমার আমি তো কাউকে
      করে না আঘাত
  আমার আমি কেন পাবে
       বলো ব্যাঘাত,
  আমার আমি সামনের
         পথে চলে
    আমার আমি হাতটি
        বাড়িয়ে বলে,
জ্যাঠারা,কাকারা,দাদারা,দিদিরা
  যতই থাকো না তুমি
এই পৃথিবীতে আমার জন্য
  একটু রেখো গো জমি,
    আমার আমি সবুজ
         স্বপ্ন আঁকে
আমার আমি ভালোবাসা                                                                          
         দুটি আঁখে,
  আমার এই শুদ্ধ চেতনা
  করেছে আমায় স্বাধীন
আমার মুখের বাংলা ভাষা
  আজ বাজায় বসে বীণ।

    **********
       *******
          ****
             *
        &&&&&&
          &&&&
            &&
             &