মনুষ্যত্ব মরে গেছে
শম্পা ঘোষ

নানাভাবে,
সবাই ভুগছে...

কিন্তু ঠোকরানোর অভ্যাসটা,
কেড়ে নেওয়ার স্বভাবটা এখনো গেলো না!
  আর রাগে ফুসছে...কাকে যেনো অনর্গল দুষছে...

তালে তাল মেলানোর ফন্দিটা
         এখন একটু ঘেঁটে গেছে...
                    
তাই না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে...

মহামারীর দৌরাত্ম্য এখনো যায়নি,
      তবুও সব কিভাবে মেতে উঠেছে...

সুষ্ঠু হাভভাব আজকাল বড়ই চঞ্চল
            সেও টগবগ করে ফুটছে...

ভালো বলার প্রবৃত্তিটাকে
          কবে যে মুছে দিয়েছে...

চেনা হয়েও অচেনা,
       দেখো কেমন ভাবে দেখছে?

বন্ধু আর পাবে না
         কারণ ভিতরের
           মনুষ্যত্বটাই মরে গেছে।

           ************
                *******
                     **
                      !

"২-৪-২১"