মানস(রুবাই গুচ্ছ)
শম্পা ঘোষ
মানস(১)রুবাই
শম্পা ঘোষ
আমিও জানি,তুমিও জানো কোনটা আসল,কোনটা নকল,
তবে কেনো পর্দা ফেলে মনের ভিতর আস্ত বাকল!
দোষের ভারে গোন্ডগোলে চামড়া যখন যাবে ছিঁড়ে
সময় তখন আর পাবে না যন্ত্র তখন হবে বিকল।
মানস(২)রুবাই
একটু আলো দেখায় ভালো সামনে চলার পথ,
মন যে তখন ভাঁজছে বসে নানান বিষয় মত!
বিভ্রান্তি করতে কারা আগলে দিলো গতি
গর্তে কখন হড়কে গেলো আর ওঠে না রথ।
মানস(৩)রুবাই
হাসি,খুশি,সুখ,শান্তি ওরা মনেই করে বাস,
ভাগ্য ভালো হলে পরে তোমার হবে দাস!
সমগ্র এই চাবির গোছা কব্জা করা ভার
জোর করেও যায় না পাওয়া তাই পড়েই দীর্ঘশ্বাস।
*****************
************
*****
!
(২-৪-২৩)