আমার অহংকার অভিমানটাকে
কেনো বলো মুছে ফেলো
তবে কেনো তুমি বলতে আমাকে
ওটা তোমাকেই লাগে ভালো।
কৌশল আমার নেইকো জানার
দেখানো অথবা দেখার
ওটাই আমার বড় সম্বল
তোমাকে কাছে পাবার।
নিরালা দুপুর তপ্ত হাওয়া
গায়েতে ধরায় জ্বালা
সব অভিমান গেলো যে মুছে
কখন পড়ালে মালা।
মনের আকাশে জমে থাকা মেঘ
গেলো যে দেখি উড়ে
তুমি আমি আজ বেঁধেছি যে গান
গেয়ে উঠি সুরে সুরে।
জ্যোৎস্না এসে ভিজিয়ে দিলো
আমাদের দুটি মন
নতুন করে দেখা হলো আজ
কেটে গেলো বহুক্ষণ।
মান অভিমানের নিত্য খেলা
আসবে আবার যাবে
ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো
কাটাবো দুজনে ভবে।
***************
***********
********
****