অশান্ত দুটি মন
    ক্লান্ত দুটি দেহ
       উত্তাল তরঙ্গ তোলে
            প্রাণে জাগায় ঢেউ।

পূর্ণিমার চাঁদ
   জ্যোৎস্নার রাতে
      উৎসর্গ করলাম জীবন
                     তারই হাতে।

বেলফুলের গন্ধ
  রজনীগন্ধা কি চাঁপা
     সংশয় কাটিয়ে ওঠে
             ভয়ে বুক কাঁপা।

জানালার পর্দা ওড়ায়
        দুষ্টু হালকা বাতাস
        মায়াজালে চাদর বিছায়
         রূপালী জ্যোৎস্নার আকাশ।

এলোমেলো অগোছালো
            কথা আসে মুখে
               রাত্রি পেরিয়ে যায়
                  পাখিরা ওঠে জেগে।

উপহার দেয় মুগ্ধ সময়
           ঠোঁটে আনে হাসি
              চেনাজানার প্রহর কাটে
                 আসে হৃদয়ের পাশাপাশি।

স্বপ্ন ভাসে চোখের ডগায়
             শরীর মাখা সুখ
                রাত জাগা দুটি পাখি
                   ভালবাসার গল্পে বেঁহুশ।

ছড়িয়ে পড়ে খুশির আলো
           চাঁদকে সাক্ষী রাখে
              দুজনার এই মধুর মিলন
                   যেন সারা জীবন থাকে।

      ********************
         ****************
            *************
                 ********
                    *****