মাচো ম্যানের পড়লো স্ট্যাম্প
শম্পা ঘোষ
মন দরজায় মারছে ঠোকা
খুলছে খিল নেইকো দেখা
দিল বলছে এতই বোকা
তোর চেহারাটা খোকা খোকা।
এখন মাচো ম্যানের বাজার দর
ফেসবুক জুড়ে বিরাজ ঘর
যুবতী নারীর বুকে ঝড়
স্বপ্ন দেখে হবে যে বর।
খোকা এখন ভাবছে বসে
পাল্টে যাওয়া দুনিয়াকে দোষে
উল্টে দেওয়া মতলব কষে
এবার যদি কেউ ভালোবাসে।
সময় করে জিমে যায়
ডায়েট মেপে খাবার খায়
স্বভাবের পরিবর্তন দেখতে পায়
ছাতি ফুলিয়ে ঘুরে বেড়ায়।
এসব কেনো করলো আজ
কি ছিলো সেই আসল কাজ
ফেসবুকে তার নব সাজ
হিরোর বেশে উদাও লাজ।
ফ্রেন্ড রিকোয়েস্টে বাড়ছে মেলা
খুলবে কাকে দেবে তালা
মনের খেয়াল এমন খেলা
নাটক দেখাবে করবে পালা।
*****************
********
"৪-১-১৮"