মাছি বিভ্রাট
শম্পা ঘোষ
রাত পোহালেই দেখবো আলো
ভাবনা নিয়ে বাঁচি
কোথা থেকে কানের কাছে
ভোঁ ভোঁ করে মাছি।
মাছির কান্ড দেখে এবার
আনতে গেলাম কাঁচি
ডানাদুটোকে কেটে দিয়ে
করবো কুচি কুচি।
কুচি কুচি করবো বলে
যেই বাড়ালাম হাত
হঠাৎ দেখি মাথার উপর
করলো কে যে আঘাত।
আঘাত নিয়ে কেঁদে কেঁদে
কেটে গেলো রাত
স্বপ্ন কখন পালিয়ে গেলো
দেখি আলোর প্রভাত।
*******
***
*
"৫-৯-২৩"