মাচা আছে প্রস্তুত (কথার ঝুড়ি)
শম্পা ঘোষ
আলোচনা...আলোচনা...আলোচনা...
চারিদিকে আলোচনা...
তোমার দেখা নিয়ে আলোচনা,
আমার বলা নিয়ে আলোচনা,
ওর চলা নিয়ে আলোচনা,
তার ভালো নিয়ে আলোচনা...
সর্বত্রই সর্বক্ষণ কারোর দৃষ্টিতে-
আমরা আটকে আছি,
কেউ বলছে,কেউ শুনছে,কেউ দুষছে,কেউ ফুসছে,
অহরহ একই সমাচার...
ফারাক থেকে যায় একটা-
আমি,তুমি,সে,ও- সবাই আলাদা-
তবুও মেলাতে বসছে...
বনবনে হাওয়া,গনগনে আগুন নিয়ে-
সময় এখন ফুটছে...
আলোচনার ভীষণ ঝড় উঠছে।
*********
***
"২-২-২৩"