"মাগো" তুমি কেমন আছো
শম্পা ঘোষ
"মা"গো তোমার জন্য
কেউ ভাবে না আর,
ওরা করে শুধু
আমার...আমার...
ভাগ করে
দল বাঁধে,
ঝান্ডা ধরে
কাঁধে,
পড়ে সাজানো
রাজনীতির ফাঁদে,
সেঁকছে পিঠ
দেখি রোদে।
দগ্ধ সমাজ
করছে লাঠালাঠি,
এক আঁটি ধান নিয়ে
চলে ফাটাফাটি,
উচ্চস্বরে বলে
আমি খাঁটি,আমি খাঁটি,
কেড়ে নিচ্ছে
অন্যের বাটি,
কেউ কেনো দেখে না
নিজের ত্রুটি,
শুধু নাচায়
যে যার ভ্রুকুটি,
আসন আর শাসনে
বেঁধেছে অদ্ভূত জুটি,
ক্ষমতা ধরা
সব মুঠি,
ওরা আঘাত করে
তোমার মাটি-হ্যাঁ তোমারি মাটি।
"মাগো" তোমার জন্য
কেউ ভাবে না আর,
ওরা করে শুধু
আমার...আমার।
*********
*****
*
"৭-১৭-২৩"
বহু দিন পর এই কবিতাটি পড়ে সত্যি হৃদয় নাড়া দিয়ে গেলো ।
দেশাত্মবোধক ও দ্রোহ ভরা ভাবনায় সাড়া জাগনো একটি অসাধারণ মনোমুগ্ধকর কবিতা !
মুগ্ধ হলাম ! অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল কবিতার পাতায় । শুভ কামনা রইল শ্রদ্ধেয় বরেণ্য জ্ঞানবান কবি ।
রাজনীতি কূটনীতি দূর্নীতি খাই খাই !
ঘর ভাঙে দল বাঁধে ফাটাফাটি কাটাকাটি
ভাববে কে মার কথা, বরং পকেট কাটি!
একেবারেই সত্যি কথা প্রিয় কবি। চারদিকে এই চলেছে। অনেক শুভকামনা ।
বর্তমান সময়ের চিত্র।
বেশ হৃদয় গ্রাহী ছন্দে আবেগে ভরা কাব্য
মা তো সেথা কলুর ঘানি!
দুর্দান্ত প্রতিবাদী সুর সম্মানিত কবি!
সময়ের সাবলিল উচ্চারণ!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
নিঃসন্দেহে সুচরিতা***
আজকাল অসাধু'রা বানিয়েছে জোট...
নিশ্চিতরূপে হবে বিস্ফোট...
জয় শ্রীরাম🙏🏾🌹
প্রিয় কবিকে অসীম শুভেচ্ছা জানাই ! ভালো থাকুন !
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।
তোমার মাটি -হ্যাঁ তোমার মাটি।"
জ্ঞানবান বিচারের মধুর দেশাত্মবোধক, প্রকিবাদী ছন্দ কাব্য প্রকাশ , মুগ্ধ ।
শুভসন্ধ্যা , অশেষ শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে । ভাল থেক সদা ।
হৃদয় ছোঁয়া অনন্য প্রতিবাদী কবিতা।
খুবই ভালো লাগল প্রিয় কবি।
অনেক শুভ কামনা রইল।