"মাগো" তুমি কেমন আছো
শম্পা ঘোষ
"মা"গো তোমার জন্য
কেউ ভাবে না আর,
ওরা করে শুধু
আমার...আমার...
ভাগ করে
দল বাঁধে,
ঝান্ডা ধরে
কাঁধে,
পড়ে সাজানো
রাজনীতির ফাঁদে,
সেঁকছে পিঠ
দেখি রোদে।
দগ্ধ সমাজ
করছে লাঠালাঠি,
এক আঁটি ধান নিয়ে
চলে ফাটাফাটি,
উচ্চস্বরে বলে
আমি খাঁটি,আমি খাঁটি,
কেড়ে নিচ্ছে
অন্যের বাটি,
কেউ কেনো দেখে না
নিজের ত্রুটি,
শুধু নাচায়
যে যার ভ্রুকুটি,
আসন আর শাসনে
বেঁধেছে অদ্ভূত জুটি,
ক্ষমতা ধরা
সব মুঠি,
ওরা আঘাত করে
তোমার মাটি-হ্যাঁ তোমারি মাটি।
"মাগো" তোমার জন্য
কেউ ভাবে না আর,
ওরা করে শুধু
আমার...আমার।
*********
*****
*
"৭-১৭-২৩"