"মা" একটি আশ্রয়
শম্পা ঘোষ
"মা"এক সাগর সুখ
উথলে ওঠে নামে
আনন্দ ঢেউ আছড়ে পড়ে
বুকেতে এসে জমে।
স্নেহ,মায়া,আশীর্বাদ
সঙ্গে ভালোবাসা
সাহস আর দায়িত্ব
সদাই থাকে ঠাসা।
মায়ের আঁচল আকাশ সমান
মাথার উপর থাকে
শান্তি পাই তারই তলে
আলো দিয়ে রাখে।
"মা" ডাক বড়ই মিঠা
আহ্লাদেতে ভরা
নারী জীবন সার্থক হয়
পূর্ণ করে ঘড়া।
"মা"যে আমার,"মা"যে তোমার
"মা"যে সকল খানে
সন্তানকে জন্ম দেয়
পৃথিবীতে আনে।
"মা"একটি প্রতিষ্ঠান
থাকে শিক্ষার সম্ভার
সেই শিক্ষা পেলে পরে
পাবে বাঁচার উপহার।
**************
**********
******
***
বিশ্বের সকল "মাকে" শুভ মাতৃ দিবসের জন্য রইল আলোকিত শান্তিময় শুভেচ্ছা।