মা আসছে বাপের ঘরে
     শম্পা ঘোষ

টুপ টুপ করে পড়ছে ফোঁটা
               পর্ণ থেকে গোটা গোটা
আকাশ আজ নীলে নীলে
             শুভ্র সাদা মেঘের কোলে
শরৎ এবার আসছে দেখো
           চোখের তারায় ছবি আঁকো
ঢেউ লেগেছে কাশের বনে
            আগমনীর সুর গানে গানে
মেতেছে মন নতুন নেশায়
           ভালোলাগার অরূপ আশায়
ঢ্যাং কুড়াকুড় বাদ্যি বাজে
            সাজবো এবার নতুন সাজে
মাতো মাতো সবাই মাতো
                অশুভ সব হোক না গত          
শিউলি ফুল পড়ছে ঝরে
                 মা আসবে এবার ঘরে
আলতা রাঙা পায়ের ধুলো
               বরণডালা মাথায় কুলো।

         **************
             **********
                *******
                   ****