লুব্ধকের ভর্তুকি
শম্পা ঘোষ
ঝঞ্ঝাট এ কি ঝঞ্ঝাট?
ঠিক খাবি খাওয়া মাছের-
কানকো টেনে ফুলকা বিচার...
সবই ভায়া লোক দেখানো
পচন,গলন রঙ চাপিয়ে-
আতর মেখে হচ্ছে দেখি ছার...
চারিদিকে আগুন, এতো আগুন,
বাজারে আগুন,পুড়ছে সবই-
কেউ পাবে না পার...
দাম চড়িয়ে খড়খড়িয়ে-
হচ্ছে ছারখার...
মূলধন তাই লুটিয়ে পড়ে-
চাইছে এবার ধার...
কে যে এখন দাপিয়ে বেড়ায়-
মটকাবে কার ঘাড়...
ভয় যে কখন আঁকড়ে ধরে-
নিত্য করে প্রহার...
এখন ঘোলা জলে,
শ্বাসটি চেপে হারায়-
বাঁচার অধিকার...
কে আড়াল থেকে টনক নাড়ে?
সবই সময়ের নামে হচ্ছে বলি-
কে হবে তার শিকার?
**********
*****
*
"১১-১২-২১"