জমে উঠেছে পিকনিক
শম্পা ঘোষ
দিদিও খুশি,দাদাও খুশি
বর্ষা এসেছে লাগাও বড়শি
বোয়াল মাছ বড় দস্যি
মাথায় ছাতা বাগিয়ে কুর্সি।
মাছ ধরা এক নেশার খেলা
স্বরপুঁটিতে ভরছে ঝোলা
পুকুরের জল বড্ড ঘোলা
দেখছে বসে মুখ্যু ভোলা।
ছিপ হাতে দিচ্ছে টান
দাদার মুখে মিঠা পান
দিদির হয়েছে অভিমান
দুষ্টু ভারি একাই খান।
গোসা গোসির রকম ফের
ঝড় উঠেছে বিতর্কের জের
দেখা হয়েছে অনেক ঢের
সবাই এখন পাচ্ছে টের।
পাড় ভাঙ্গছে নদীর কূল
বাঁধে আছে অনেক ভুল
অসহায়রা গুনছে মাশুল
বিশ্বাসে ফাটল নেইকো রুল।
ভোজ হচ্ছে পুঁটির ঝোল
থালা হাতে বাজায় ঢোল
ঢেঁকুর তুলে জোরসে গোল
হিপ হিপ হুররে বাজা মাদল।
লেগে গেলো গন্ডগোল
দাদা খান না মাছের ঝোল
তার পাতেতে কাঁকরোল
দিদির নাকি বড় অম্বল।
কান্ড দেখে ভাবতে হয়
দিতে হবে না পরিচয়
দাদা মারলো জোরে ছয়
দিদি দেখুন কি যে কয়?
************
********
***
!
"৭-১৫-২৩"
ঘোলা জলেই তার প্রীতি,
ঘোলা জলে ছক্কা মারে
স্বচ্ছ জলে তার ভীতি।।
দিদির জলকে ঘোলা করতে
চেষ্টা দাদার অহর্নিশ,
ইচ্ছে দাদার ঘোলা জলে
দিদির মাছটাও করে হাপিস।'
দুর্দান্ত রূপক কবিতা। অপূর্ব।
শুভেচ্ছা নিরন্তর।
সংগে কাঁকরোল
দিদি দাদার খুনসুটি
ভালই মোটামুটি।
সব মিলে এই কবিতা
ছড়ালো অনেক খুশীর বার্তা।
অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
বাজছে কাসর বেশ,
মিলে মিশে ভোজন হবে
এই তো মোদের দেশ!
অনন্য কবিতাটি প্রিয় কবি।
মুগ্ধতা রাখলাম শতভাগ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
অনেক দিন মনে থাকবে গো প্রিয় সখী।
খুব খুব ভালো থেকো আর এমন লিখে আনন্দ দিয়ে যেও।
অনেক অনেক ভালোবাসা রাখলাম তোমার জন্য। সবাই কে নিয়ে ভালো থেকো সব সময়।
আমার শুভ যামিনী।
মুগ্ধ হলাম প্রিয় কবি ! অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল কবিতার পাতায় । শুভ কামনা রইল শ্রদ্ধেয় বরেণ্য প্রজ্ঞাবান কবি । শুভ রাত্রি ।।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
শুভরাত্রি , শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে । ভাল থেক সদা ।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।
পাঠে দারুণ মুগ্ধ!!
শুভেচ্ছা সতত প্রিয় কবি।
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।
শুভকামনা অবিরাম।
আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা থাকলো অফুরন্ত।