জমে উঠেছে পিকনিক
শম্পা ঘোষ
দিদিও খুশি,দাদাও খুশি
বর্ষা এসেছে লাগাও বড়শি
বোয়াল মাছ বড় দস্যি
মাথায় ছাতা বাগিয়ে কুর্সি।
মাছ ধরা এক নেশার খেলা
স্বরপুঁটিতে ভরছে ঝোলা
পুকুরের জল বড্ড ঘোলা
দেখছে বসে মুখ্যু ভোলা।
ছিপ হাতে দিচ্ছে টান
দাদার মুখে মিঠা পান
দিদির হয়েছে অভিমান
দুষ্টু ভারি একাই খান।
গোসা গোসির রকম ফের
ঝড় উঠেছে বিতর্কের জের
দেখা হয়েছে অনেক ঢের
সবাই এখন পাচ্ছে টের।
পাড় ভাঙ্গছে নদীর কূল
বাঁধে আছে অনেক ভুল
অসহায়রা গুনছে মাশুল
বিশ্বাসে ফাটল নেইকো রুল।
ভোজ হচ্ছে পুঁটির ঝোল
থালা হাতে বাজায় ঢোল
ঢেঁকুর তুলে জোরসে গোল
হিপ হিপ হুররে বাজা মাদল।
লেগে গেলো গন্ডগোল
দাদা খান না মাছের ঝোল
তার পাতেতে কাঁকরোল
দিদির নাকি বড় অম্বল।
কান্ড দেখে ভাবতে হয়
দিতে হবে না পরিচয়
দাদা মারলো জোরে ছয়
দিদি দেখুন কি যে কয়?
************
********
***
!
"৭-১৫-২৩"