লীলা উদ্যান
শম্পা ঘোষ

দারুণ এক স্টাইল
এক টুকরো স্মাইল
ফেসবুকে পিকচার
ছাত্র কিংবা টিচার
ফটো তোলে বাইটে
পোস্ট করে নাইটে
লাইকে থাম্বস আপ
ফূর্তিতে দেয় জাম্প
ক্ষুধা আরো বাড়ে যদি
ফ্রেন্ড লিস্টে বহে নদী
শেয়ার করে কত সুখ
দেখাতে শুধু মুখ
পিপাসা কি তাতে মেটে
জল ঢালে কত ঘাটে
পায় এতে কেও স্বাদ
বাঁধা থাকে কত ফাঁদ
আজকের এই উল্লাস
করে যাও মন বিলাস
মর্তের সব দেব দেবী
তুলে যাও যত ছবি।

**********
    *******
        ***
          *