এমন একটি বয়স সন্ধিক্ষনে
মনের মধ্যে বহু ভাবনার জমাট বোনে,
ঠিক ভোরের আলোয় সূর্যের উজ্জ্বলতা
মুগ্ধ করে চোখ থাকে না উষ্ণতা,
উদ্বিগ্নতা ভেসে ওঠে প্রথম কুঁড়ির মুখে
ফুলের পরিপূর্ণতা লুকিয়ে থাকে যার বুকে,
আছে কৌতূহলী দুটি চোখের ভাষা
বিস্ময়ে উপমা থাকে নানাভাবে ঠাসা,
গোপন তথ্য গোপনে জমিয়ে রাখে
বহু রহস্যের ভার উপচে পড়ে মুখে,
ঠোঁটের ডগায় হাসির যত খেলা
ভাসিয়ে দেয় নতুন ভালোবাসার ভেলা,
মুক্ত আকাশে চায় পাখির মত উড়তে
ডানা ঝাপটানো নিয়ম না মেনে বাঁচতে,
লোহার খাঁচায় চায় না হতে বন্দী
উড়বে বলে উপায় খোঁজে নানা রকমের ফন্দি,
অনুভূতিরা উপচে পড়ে হৃদয়ে দেয় নাড়া
বাড়ায় ভালোবাসার হাত কেউ যদি দেয় সাড়া,
মনের খাতায় কাটাকুটি আঁকে অনেক ছবি
শিল্পী হওয়ার নেশায় মাতে রাখে অনেক দাবি,
স্বচ্ছ হৃদয়ে মুখটি দেখে যে আয়না
টুকরো আঘাতে ভেঙে পড়ার যন্ত্রণাটুকু সয়না,
ছোট্ট জীবনে যত আবেগের বাসা বাঁধে
হারিয়ে গেলে শুধু নির্জনে বসে কাঁদে।
*******************
****************
************
********
*****