কুড়ানী খুঁজে চলে স্বপ্নের পৃথিবী
শম্পা ঘোষ
আমি চাই না আসতে ফিরে...
তোমাদের জটিলতা,কপটতা,বাচালতা,
অবাধ্যতা, আমাকে বড্ড পীড়া দেয়।
চাওয়ার মধ্যে ছিলো একটা সুন্দর পরিবেশ...
তবে কি আমিই ছিলাম সেখানে বেমানান?
আমার আঁচল বিছিয়ে পেতে চেয়েছিলো-
একটু শান্তি,একটু স্বস্তি,একটু সঙ্গ,
আর তো কিছু না।
এটা কি বেশি চাওয়া হয়ে গিয়েছিলো?
কই বলুন না?
কেনো চুপ আছেন আপনারা?
জানি উত্তর নেই,উত্তর হারিয়ে গেছে...
না...না... আপনারাও ভাসছেন
ওই হাওয়া বদলের সাথে...
শুধু আমি পারলাম না!
আমার চোখ দুটি আমার পৃথিবীকে খোঁজে...
যেখানে তোমার আমার মধ্যে
থাকবে না কোনো ভেদাভেদ।
হাসিতে থাকবে না কোনো জটিলতা...
শান্তির নিঃশ্বাস বাতাসে বাতাসে
তুমি,আমি একইভাবে গ্রহণ করবো
কেউ অচ্ছুত বলবে না,
কেউ বাঁধা দেবে না।
কুড়ানীর স্বপ্ন কখনো সত্যি
হবে কি?
********
****
*
(2-6-১৭")