কুড়ানী খুঁজে চলে স্বপ্নের পৃথিবী
শম্পা ঘোষ
আমি চাই না আসতে ফিরে...
তোমাদের জটিলতা,কপটতা,বাচালতা,
অবাধ্যতা, আমাকে বড্ড পীড়া দেয়।
চাওয়ার মধ্যে ছিলো একটা সুন্দর পরিবেশ...
তবে কি আমিই ছিলাম সেখানে বেমানান?
আমার আঁচল বিছিয়ে পেতে চেয়েছিলো-
একটু শান্তি,একটু স্বস্তি,একটু সঙ্গ,
আর তো কিছু না।
এটা কি বেশি চাওয়া হয়ে গিয়েছিলো?
কই বলুন না?
কেনো চুপ আছেন আপনারা?
জানি উত্তর নেই,উত্তর হারিয়ে গেছে...
না...না... আপনারাও ভাসছেন
ওই হাওয়া বদলের সাথে...
শুধু আমি পারলাম না!
আমার চোখ দুটি আমার পৃথিবীকে খোঁজে...
যেখানে তোমার আমার মধ্যে
থাকবে না কোনো ভেদাভেদ।
হাসিতে থাকবে না কোনো জটিলতা...
শান্তির নিঃশ্বাস বাতাসে বাতাসে
তুমি,আমি একইভাবে গ্রহণ করবো
কেউ অচ্ছুত বলবে না,
কেউ বাঁধা দেবে না।
কুড়ানীর স্বপ্ন কখনো সত্যি
হবে কি?
********
****
*
(2-6-১৭")
সাম্যের সম্ভাবনা দেখবে। খুব সুন্দর
লিখেছেন। শুভেচ্ছা জানাই
শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল।
তার যে মহা দুর্গতি, সমাজ দেয় না কোন ধ্যান-মন !!
জ্ঞানবান, জীবনবোধের মানবতাবাদী অপূর্ব ,-কাব্য প্রকাশ ,মুগ্ধ !!
হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে । ভাল থেক সদা ।
অনেক অনেক শুভেচ্ছা, প্রিয় কবি। শুভ সকাল।
যেদিন একবার গেছে ছেড়ে
আসবে না ফিরে,
কুড়ানির স্বপ্ন গেছে হেরে
ফোঁটা দুই নীরে!
দুর্দান্ত মানবিক উচ্চারণ কবিতা জুড়ে প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
টানাপোড়েন কেন
হীনমন্যতায়?
একদিন তো হবেই ভোর
সেদিন খুলে যাবে সব দোর।
প্রিয় কবিবোনকে জানাই শুভেচ্ছা নিরন্তর।
মানবিক ভাবনায় অসামান্য কাব্যশৈলী উপহার দিলেন প্রিয় কবি।
অভিনন্দন ও শুভকামনা।
লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেল
সমাজের গলতিতে বিষন্ন মানবিক ওয়াদা...
আত্রেয়ী***
শুভেচ্ছা । শুভরাত্রি।
ঠিক আমার মনের মতো সুন্দর কবিতা!!
খুব ভালো থেকো সখী আমার। আর লিখে চলো অবিরাম অন্তহীন।
অনেক ভালোবাসা রাখলাম তোমার জন্য।
শুভ রাত্রি।
সুন্দর সাবলীল কাব্য প্রকাশ।
দারুণ চেতনায় পূর্ণ কাব্য।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় জ্ঞানবান কবি।
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর কামনা করি ।