ক্ষুদে খুদে থালা ভরে
শম্পা ঘোষ
(১)...ভুল আর ঝুল দুটোই অপাংক্তেয়...বাড়তে দিও না,
যত তাড়াতাড়ি পারো সাফ করো
না হলে তুমি ও পড়বে জালে।
(২)...একটা বা দুটো শব্দ লিখেই যদি...সব বোঝানো যায়...তবে বেশি কথার বলার কি আছে?
(৩)...চীজ নিয়ে এত বাড়াবাড়ি...
দেখি শুক্তোতেও আজকাল চীজ দিচ্ছে...বলছে নাকি ওটা ডেলিকেসি।
বাজারে চীজের প্রাদুর্ভাব এতই প্রকোপ।
(৪)...গোপনতা বেলুনের মত...
শুধুই ফুলতে থাকে...
(৫)...কাঁচা রোদ্দুর আর কাঁচা ভালোবাসা... প্রথম প্রথম বড়ই রোশনাই,
ওদের টিকিয়ে রাখা বড় কষ্টকর।
(৬)...অন্ধকার আসবেই সূর্য ঘুমালে...
কিন্তু চাঁদ কখন আলো এনে দেয় অন্যের দয়াতে...ওর কি স্বার্থ বলুন তো?
ধারেও যে ধার আছে এটা বুঝলো না কেনো সকলে...গ্রহণ হলেই বুঝতে পারবে...এর মূল্য কতটা।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!
!!!!!