কোথায় সেই ক্যামেরা
              শম্পা ঘোষ

  সব অভিধানের পাতারাই কবে বন্ধ হয়ে গেছে!
      ন্যায়,নীতি,আদর্শ এ সব তো বাতুলতা,
   তুমি যতই নায়কের আসন দখল করো না?
      তোমার ভিতরের ভিলেনের মনোভাব-
                  সদায় জাগ্রত...

    ওই যে অন্যের উঠে আসা পদক্ষেপটা,
       তুমি কখনোই পচ্ছন্দ করো না...
     তাই বিভিন্নভাবে ছলে,বলে,কৌশলে-
     টেনে হেঁচড়ে রাস্তাতে ছুড়ে দিতে চাও...

               আহা!...বেচারার দল
              পা হেঁচড়াতে হেঁচড়াতে-
                 গায়ে আঁচড় নিয়ে-
      সোজাভাবে দাঁড়াতেই পারলো না আর...

                কত নাম আর বলবো,
    ওরা নায়ক হবার অধিকার থেকে বঞ্চিত হয়,
              শুধু বেঁচে থাকার অজুহাতে-
              ছোটো খাটো রোলের জন্য
                   সংগ্রাম করেই মরে,
             শরীরের জৌলুসে জং ধরে যায়,
                    অভাব বড়ই নির্দয়...

                      এ কেমন হার?
              অন্যের নির্দেশে পরিচালিত...

         ওদিকে নায়কের শরীর চর্চার ধারাপাত-
                        দৈনিক খবরে...

          কচি কচি নায়িকাদের সে কি হুড়োহুড়ি?
       থাকে প্রত্যাশায়...যদি ডাক পরে কোনো দিন,
        সকলে বলবে এমন নায়কের সঙ্গে অভিনয়!
      তাহলে সারাজীবন আর ফিরে তাকাতে হবে না...

                       কি চমৎকার দৃশ্য?
          প্রতিনিয়ত পর্দার আড়ালে ঘটে চলেছে!

                   কোথায় সেই পরিচালক?
        অ্যাকশন,কাট আর প্যাকআপ বলার মাঝখানে
                   সত্যকে তুলে ধরার মতো
                         সেই বিচক্ষণতা...

                     আসল চরিত্র কোনটা?
          চোখের আড়ালে পর্দাগুলো ভার হয়ে যায়,
                     জীবনটাই তো সিনেমা?
            
                   পর্দার ভিতরে এবং বাইরে
                           সব একাকার।

                              *****
                                  *
                           "৯-১৬-২২"