কোন সে হাওয়া
                       শম্পা ঘোষ

        খোঁজা-খুঁজির পালা হয়েছে কবে শুরু?
        প্রেম নিয়ে খেলা চলে নাচায় কে ভুরু ?
          ফেসবুকে আহ্লাদিত ছবি আপলোড
         কার মন কনকন বলো তবে কোড?
       ধরা দেয় খেলা চলে ঘোলা চোখে নৃত্য
          ভয় ডর নেই কারোর ফুর্তিতে মত্ত।
        ঘর আছে ফুটো ভাই ফোনখানি আস্ত
        হুড়োহুড়ি তোড়জুড়ি স্মার্ট ফোনে ব্যস্ত।
     ব্র্যান্ড দেওয়া জুতো চায় ব্র্যান্ড দেওয়া ড্রেসটা
      নামী-দামী মেকআপে ঘষে ফেলে ফেসটা।
            ভট ভট বাইকে ছুটে চলা দৃশ্য
          গার্ল ফ্রেন্ড পিছনে দেখুক না বিশ্ব।
       তড়িঘড়ি করে সব পাল্টাতে হবে আজ
     অন্যকে অনুকরণ মানায় না কোনো কাজ।
          সংস্কৃতির হেঁচকি উঠে উঠে বন্ধ
          সমাজের জঞ্জাল বাড়ায় যে গন্ধ।
    হাওয়া এখন বদলায় মলে মলে ঘোরাঘুরি
     ক্যাফেতে হুল্লোড় খায় নাকো ভাত,মুড়ি।
      প্রেম এখন খেলনা মানেটায় বোঝে না
   ঠোকা দিলেই ভেঙ্গে যায় শোনো এবার কান্না।

            *****************
                 ***********
                         ***
                     "৪-১০-২১"