কবিতাই প্রেম
শম্পা ঘোষ
জীবনে চলার পথে
আসে কত কিছু
প্রেমকে ধরবে বলে
চলে তার পিছু,
হায় রে অভাগা যারা
পায় না রে দেখা
প্রেমকে পাবো বলে
হয়ে গেছে ফাঁকা,
যে প্রেম তোমার বুকে
বাসা বেধে আছে
তাকে তুমি ভালোবেসে
ডাকো যদি কাছে,
প্রেম তো অনন্ত নীল
হবে না বিলীন
অন্তরে রেখো না খেদ
কোরো না মলিন,
কবিতা তোমার প্রেম
দিয়ে দাও মন
তাকে নিয়ে কাটাও বেলা
কাটুক সারাক্ষণ,
ষোলো আনা ভালোবাসা
কবিতাকে ঘিরে
তুমি আজ বড় প্রেমী
তোমার হৃদয় পুরে।
************
*********
******
***
*