কবিতা জাগে
শম্পা ঘোষ
প্রতিটি রাতের স্বপ্নে দেখা সীমাহীন এই দৃষ্টি
মনের ভিতর জমানো মনের ঝরে পড়ে কত বৃষ্টি
ভিজিয়ে দেয় মন
সবুজে সবুজে সচেতন
নব প্রভাতে জেগে উঠে দেখি কবিতা হয়েছে সৃষ্টি।
জোনাকী খুশি
অন্ধকারের বুকে হাজার জোনাকী স্বপ্ন বুনতে চায়
মনটা তখন প্রকৃতির কোলে আলোর দিকে ধায়
পাই একটু আলোর সুখ
কখন ভরে উঠে দেখি মুখ
ক্ষীণ আলোতে খেলতে থাকি খুশির আঙিনায়।
*******************
***************
***********
*******
*****
**
*