কবিতা বলে কি কও গে
       শম্পা ঘোষ

কোন কথাটি বলবো খুলে
   শব্দ টানি কান মুলে
    ইচ্ছা বলে যাচ্ছলে
গেলাম আমি সব ভুলে।

    কন্ঠ দেখি স্তব্ধ হয়
মনের ভিতর কি যে কয়
নতুন বাতাসে ভাবনা বয়
কথার দেখি হয় না ক্ষয়।

  মুশকিলটা হচ্ছে এখন
শোনার মত নেইকো শ্রবণ
  শুষ্ক হয়ে যাচ্ছে মনন
কোথায় পাবো উর্বর মন।

  খরা এখন আবেগ জুড়ে
ছন্দ আসে না মাটি ফুড়ে
  স্বপ্নও উদাও যায় সরে
   চেনা সম্পর্ক রয় দূরে।

   হায় হায় কি করি?
কূটনীতিরা ঘোরায় ছড়ি
ক্ষমতা নিয়ে ছেঁড়া ছেঁড়ি
উদ্দেশ্যকে করছে ফেরি।

দেখতে গেলে মন লাগে
চোখও দেখি যায় রেগে
ভাবনা কখন যায় ভেগে
কবিতা বলে কি কও গে?

       *******
          ****
             *
        "৪-৩-২৩"