কবিতা বলে কি কও গে
শম্পা ঘোষ
কোন কথাটি বলবো খুলে
শব্দ টানি কান মুলে
ইচ্ছা বলে যাচ্ছলে
গেলাম আমি সব ভুলে।
কন্ঠ দেখি স্তব্ধ হয়
মনের ভিতর কি যে কয়
নতুন বাতাসে ভাবনা বয়
কথার দেখি হয় না ক্ষয়।
মুশকিলটা হচ্ছে এখন
শোনার মত নেইকো শ্রবণ
শুষ্ক হয়ে যাচ্ছে মনন
কোথায় পাবো উর্বর মন।
খরা এখন আবেগ জুড়ে
ছন্দ আসে না মাটি ফুড়ে
স্বপ্নও উদাও যায় সরে
চেনা সম্পর্ক রয় দূরে।
হায় হায় কি করি?
কূটনীতিরা ঘোরায় ছড়ি
ক্ষমতা নিয়ে ছেঁড়া ছেঁড়ি
উদ্দেশ্যকে করছে ফেরি।
দেখতে গেলে মন লাগে
চোখও দেখি যায় রেগে
ভাবনা কখন যায় ভেগে
কবিতা বলে কি কও গে?
*******
****
*
"৪-৩-২৩"
কি সুর বাজে কোন সে রাগে !
শোনার মতো শুনছি কোথায় ?
হারিয়ে যাচ্ছে সব কিছু তায় !
অপূর্ব। ! অপূর্ব কবিতা । খুব ভালো লাগলো।
অনেক শুভকামনা। শুভ সন্ধ্যা।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল।
দারুন বাস্তব পরিস্থিতির
ওঠা পড়ায় কবিতা এগিয়ে গেছে।
মেঘের পথ ছুঁয়ে ছুঁয়ে
দূর সুদূরে মোহানায় মিশে গেছে।
ভালো থাকবেন। রক্তিম শুভেচ্ছা ।
বাতাসের বাড়বে বেগ,
নামবে শেষে বৃষ্টির বান
সরস হবে মাটির প্রাণ!
আর কি দূরে থাকবে সবুজ গাছের গান!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম অম্লান!
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি।
"শোনার মত নেইকো শ্রবণ"
প্রিয় কবিবোন বরাবরই, লেখার মাঝে কিছু কিছু নতুন চিন্তা অথবা শব্দের প্রয়োগ করেন, আর সেটাই সৃষ্টিশীলতা।
ভালো থাকুন, চলুক পানসি জোর কদমে।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি ।
তুলে ধরেছেন জীবনবোধের অনন্য কবিতা।
খুব, খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
অনেক-অনেক শুভ কামনা রইল।
শুভসন্ধ্যা , অশেষ অশেষ শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে । ভাল থেক সদা ।